Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। পাশাপাশি সরকার বিদেশিদের সার্বিক নিরাপত্তা জোরদারে যে পদক্ষেপ নিয়েছে তার জন্যও সাধুবাদ জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাত করেন বার্নিকাট। তিনি আরও জানান, বাংলাদেশের বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে অব্যাহত সমর্থনের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আলোচনা শেষে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র কীভাবে সহিংস চরমপন্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘স্থিতিশীল পরিবেশে উন্নত ভবিষ্যৎ এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র দেশটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।