খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলায় সন্ত্রাসীরা যে অর্থ ব্যয় করেছে, সে অর্থের একটি অংশ ভারত থেকে গেছে। তদন্তের সময় সন্ত্রাসীদের কাছ থেকে এ তথ্য জানা গেছে। ভারতের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা নীরাজ কুমার এ তথ্য জানিয়েছেন। খবর জিনিউজের।
নীরজ কুমার সিবি আইতে কাজ করেছেন। তিনি দিল্লির সাবেক পুলিশ কমিশনার ছিলেন। এখন তিনি অবসর জীবন কাটাচ্ছেন। নীরাজ বলেন, ভারতের এক ব্যক্তিকে অপহরণ করে সেই টাকা সংগ্রহ করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসী ওমর শেখের হাত দিয়ে সেই টাকা পৌছায় ৯/১১ হামলাকারী মোহাম্মদ আতার কাছে।
ওমর শেখ ভারতের বিমান হাইজ্যাকারদের একজন ছিলেন। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করেছিল ওমর শেখসহ বেশ কয়েকজন ব্যক্তি।
আফতাব আনসারি নামের এক ব্যক্তি অপহরণ থেকে যে অর্থ পান তা ওমর শেখের হাতে তুলে দিয়েছিলেন। আফতাব আনসারি হচ্ছে সেই ব্যক্তি যিনি কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার জন্য দায়ী হয়েছিলেন।
এসব তথ্য কিভাবে জানলেন নীরাজ কুমার? এ প্রশ্নের উত্তরে নীরাজ বলেন, হারকাত-উল-মুজাহিদিনের সন্ত্রাসী আসিফ রাজা খানের কাছ থেকে এ তথ্য পেয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।
আফতাব আনসারি বর্তমানে কলকাতার কারাগারে বন্দি। ফাসির অপেক্ষায় রয়েছে ওই সন্ত্রাসী।
সন্ত্রাসী আসিফ রাজাখানের বস ছিল আফতাব আনসারি।
আসিফ বলেন, আনসারি পশ্চিমবঙ্গের খাদিম কর্মকর্তা পার্থ প্রতীম রায় বর্মনকে অপহরণ করে ১ লক্ষ ডলার সম পরিমাণ টাকা পান। পরে সে অর্থ ওমর শেখকে দেন তিনি। ওমর শেখ সে টাকা মোহাম্মদ আতার কাছে পাঠিয়ে দেন। এই তথ্য যুক্তরাষ্ট্রের এফবি আই জেনেছে। তারা সিনেট কমিটিকে এ তথ্য সম্পর্কে অবগত করিয়েছে।