খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না।
এ আদেশের ফলে বিএনপি-জামায়াতসহ যে কোন দল বা জঙ্গিগোষ্ঠীর যে কোন ধরণের নাশকতা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সহ রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে র্যাব-পুলিশ-বিজিবি মোতায়েন করেছে সরকার, নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা।