Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 rangpur-photo(2)---18-11-15_174313খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫:কলেজের বায়োলজি ও প্যাথলজি বিভাগে গিয়ে টেবিল চেয়ার ও আসবাবপত্র ভাংচুর করা হয়, রংপুর অফিসরংপুর মেডিকেল কলেজে পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর করেছে। এ ঘটনায় পুলিশ লাঠিচার্জ করলে ৫ শিক্ষার্থী আহত হন। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে দুটি বিভাগে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জনই ফেল করে। বুধবার ফলাফল ঘোষণার পরপরই ফেল করা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তারা মিছিল নিয়ে কলেজের বায়োলজি ও প্যাথলজি বিভাগে গিয়ে টেবিল চেয়ার ও আসবাবপত্র ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ভাংচুরে বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিচার্জে আনিছুর রহমান, জিয়াউর রহমান, সোহানুর রহমান সোহানসহ ৫ শিক্ষার্থী আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেব শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। এরপর তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অমরেশ চন্দ্র সাহাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহফুজুল হক জানান, জামায়াতপন্থী শিক্ষক ও শিবিরকর্মীরা কলেজকে অশান্ত করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেন।রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেব সাংবাদিকদের জানান, বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, কলেজের পরিস্থিতি শান্ত থাকলেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।