খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫:বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী মোহাম্মদ এবাদত হোসেন মালয়েশিয়ায় ব্যবসা ও সামাজিকক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেদেশের রাজকীয় ‘দাতো’ উপাধি পেয়েছেন।
মালয়েশিয়ার রাজকীয় সম্মাননা প্রাপ্তদের তালিকায় এবাদতের নাম সংযোজিত হওয়ায় এখন থেকে তিনি ‘দাতো মোহাম্মদ এবাদত হোসেন’ হিসেবে পরিচিতি পাবেন।এছাড়াও তিনি মালয়েশিয়ার সম্মানিত ব্যাক্তিদের ন্যায় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও পাবেন।
মালয়েশিয়ার ইসতেনা পাহাং প্রদেশের রাজা সুলতান হাজী আহমদ শাহ ইবনে আল মারহুম স্যার সুলতান আল বকর সম্প্রতি বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্যবসায়ীকে ‘দাতো’ উপাধি প্রদান করেন।
বাংলাদেশের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান এবাদত হোসেন দীর্ঘদিন মালয়েশিয়ায় সুনামের সাথে ব্যবসা করছেন। এর পাশাপাশি তিনি সেখানে বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় মালয়দের জন্য বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ড পরিচালনা করেন।এর স্বীকৃতিস্বরুপ তিনি মালয়েশিয়ার রাজকীয় উপাধিতে ভূষিত হলেন।
ইবাদত হোসেন দাতো উপাধি পাওয়ায় মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ সমিতি সোমবার তাকে সংবর্ধনা প্রদান করেছে। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশীদের জন্য আরো সেবামূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য,এবাদত হোসেনের বাংলাদেশেও ব্যবসা রয়েছে।তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব ভিওআইপি সার্ভিস প্রোভাইডারের (বিএভিএসপি) সভাপতি এবং এলাহী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও বায়রার সদস্য।