Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: download (1) মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন পরিবারের সদস্যরা।মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর বুধবার বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয়। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ তথ্য নিশ্চিত করেছেন।মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।পুনর্বিবেচনার আদেশ কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এখানেও মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে মুজাহিদের। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।