খো
লা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সীমান্ত বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এসএমএসে মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।পরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিবারে হরতালের আগে বিজিবি মোতায়েন করা হয়। এবারো তাই করা হচ্ছে। তবে এবার কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবারের হরতালে নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বাড়তি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, বুধবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল কর্মসূচির ডাক দিয়েছে।
