খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছে তার পরিবার। বর্তমানে তিনি কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
এর আগে বুধবার জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকল।
রিভিউ খারিজ হওয়ার পর প্রভাবশালী এই নেতাকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় কারাগারের
প্রধান গেটসহ চারদিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।