খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: ভারতের কোচির সেই কিস অফ লাভ-এর কথা মনে আছে! কোচিতে প্রেমিকযুগলদের জনসমক্ষে প্রেম করা নিয়ে খক্ষহস্ত হয়েছিল একটি হিন্দু মৌলবাদী সংগঠন।
তারা কয়েকজন প্রেমিক-প্রেমিকাকে ধরে হেনস্থা করে। তারই প্রতিবাদে চুমু খেয়ে হয়েছিল প্রতিবাদ। নাম দেওয়া হয়েছিল ‘কিস অফ লাভ’। অভিনব সেই চুমু প্রতিবাদের প্রধান নেতা রাহুল পাসুপালান ও তাঁর স্ত্রী রেশমীকে অনলাইনে সেক্স র্যাকেট চালানোর দায়ে গ্রেফতার করা হল। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।
অনলাইনে সেক্স র্যাকেট চালানোর পাশাপাশি নাবালকদের এই চক্রে নামানোর অভিযোগও উঠেছে কিস অফ লাভ-এর এই নেতার বিরুদ্ধে। প্রসঙ্গত, ‘কিস অফ লাভ’-এর সমর্থনে পথে নেমে বিতর্কে জড়িয়েছিল কলকাতার একদল তরুণ-তরুণীও। কিস অফ লাভ-এর সমর্থনে কলকাতায় হয়েছিল হোক চুম্বন কর্মসূচি। শেষ অবধি অবশ্য ‘হোক চুম্বন’ বিতর্কের মুখে পড়েছিল।