Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: আগামীকাল সারাদেশে জামায়াতের ডাকা হরতালকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিজিবি সদরদপ্তরের তথ্য কর্মকর্তা মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বুধবার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকল।
জামায়াত নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে আগামীকাল সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।