Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশের উন্নয়নে তাঁর দেশ পাশে থাকবে বলে জানিয়েছেন ডাচ রানি ম্যাক্সিমা। ঢাকা সফররত ডাচ রানি ম্যাক্সিমা জোরেগুইয়েটা সেরুটি বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের সময় এ কথা জানান। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন ম্যাক্সিমা।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রানি ম্যাক্সিমা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে নেদারল্যান্ডস। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
ইহসানুল করিম জানান, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা বুধবার গণভবনে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় ম্যাক্সিমা বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ।
রানি ম্যাক্সিমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নেওয়া সার্বিক পদক্ষেপ সংক্ষিপ্ত আকারে ব্রিফ করেন। যার মধ্যে মোবাইল ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, প্রতিবন্ধী উন্নয়ন, নারী উন্নয়ন, শিক্ষা উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে রানি ম্যাক্সিমা বলেন, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে প্রচুর মিল রয়েছে। দুটি দেশই ব-দ্বীপ অঞ্চলের। বাংলাদেশ-নেদারল্যান্ডস নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করলে উভয়েই লাভবান হবে।
এই সময় প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজায়ন, নদী নাব্য, ভূমি উদ্ধার, বন্যা প্রতিরোধ নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের ওহপষঁংরাব ঋরহধহপব ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে গত ১৬ নভেম্বর সকালে বাংলাদেশ সফর আসেন। বুধবার সন্ধ্যায় রানি ম্যাক্সিমার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।