Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: জামায়াতের ডাকা হরতাল রাজপথে থেকেই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রতিহত করবেন বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। বুধবার বিকাল ৪টায় শাহবাগে সাকা-মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত এক সমাবেশ তিনি এ কথা বলেন।
হরতাল প্রতিহত করার জন্য আগামীকাল সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সারাদেশে মঞ্চের নেতাকর্মীরাও রাজপথে থাকবে বলে জানান ইমরান এই সরকার।
তিনি বলেন, “দীর্ঘদিনের আন্দোলন ও সোচ্চার থাকার কারণে সাকা-মুজাহিদের ফাঁসির রায় পুনর্বহাল রয়েছে। এর জন্য আমরা কড়া মূল্য দিয়েছি। আমাদের ২০ জনের অধিক সহযোদ্ধাকে নিঃসংশভাবে হত্যা করেছে জামায়াত-শিবির। রাজপথে থেকেই এই হামলা প্রতিহত করতে হবে।”
ডা. ইমরান বলেন, “সাকা-মুজাহিদের ফাঁসির রায় বিলম্ব ও বাধাগ্রস্ত করতেই হরতাল ডাকা হয়েছে। এই হরতাল আমরা মানি না। এখনই আমরা হরতাল প্রত্যাখ্যান করছি। মনে রাখতে হবে, এই জামায়াত-শিবির দেশকে অস্থিতিশীল করতে ওৎ পেতে রয়েছে।”
যুদ্ধাপরাধীদের বিচার বানচালে দেশি-বিদেশি লবিং নিয়োগ এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেছে সাকা-মুজাহিদ বলেও দাবি করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান। তিনি বলেন, “এরা যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে বলেছিলো, কিসের ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল আমাদের বিচার করতে পারবে না।”
এসময় সাকা-মুজাহিদের ফাঁসি পুনর্বহালের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামীকাল সারাদেশে গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান ডা. এইচ সরকার।