খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চূড়ান্ত রায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি বহাল রাখায় ঢাকাসহ সারাদেশ ব্যাপী ঢিলেঢালা ভাবে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল বুধবার দুপুরে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মুজাহিদের রায় রিভিউয়ের আবেদন খারিজ করলে এক বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেয় দলটি।
আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে। ঢাকা এবং ঢাকার বাইরে এখনও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সারাদেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার রাস্তাগুলোতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম বলে জানা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের পাশাপাশি রাস্তায় কিছুসংখ্যক প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা দেখা গেছে। এদিকে জামায়াতের ডাকা হরতালের কারনে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে বলে জানা গেছে।
তবে হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে রাজশাহীসহ দেশের কিছু এলাকায় মিছিল-কটটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। হরতালকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অতিরিক্তি পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
প্রসঙ্গত, বুধবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখে। এর মাধ্যমে এই দুই নেতার ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা রইলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।