খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : দিনাজপুরে ইতালীয় নাগরিক স্থানীয় সুইহারি নভারা মিশন গির্জার যাজক ডা. পিয়েরো পারোলারি (৬৪) হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে মিশনারি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত যাজক সিলাস কুজুর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় মোটরসাইকেল আরোহী তিনজন দুর্বৃত্ত গুলি ছুড়ে লারিকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই হামলার ঘটনায় বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্রুসহ দলের ১২ জন নেতাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোতোয়ালি থানা সূত্র জানায়, মামলাটি তদন্তের ভার গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেওয়া হয়েছে। হত্যাচেষ্টায় জড়িতদের খুঁজে বের করতে সারা জেলায় যৌথ অভিযান চলছে।