খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : ফাঁসির আসামি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের স্ত্রী, ছেলে, পুত্রবধূসহ পরিবারের ২২ জন বৃহস্পতিবার বেলা ১২টার পর তিনটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। কিন্তু ১৫ জনের সাক্ষাতের আবেদন করায় শেষ পর্যন্ত সাতজনকে বাইরেই অপেক্ষায় থাকতে হয়।
ভেতরে যাওয়ার আগে পরিবারের সদস্যরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। সাকাসহ দুই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় বুধবার থেকেই কারাগারের আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
বুধবার ওই রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধ মামলার আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে এই যুদ্ধাপরাধী এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
প্রাণভিক্ষার আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে সে অনুযায়ী দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে সরকার।
আরেক যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনও বুধবার একইসঙ্গে খারিজ হয়ে যায়। তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।