খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও সফরকারী জিম্বাবুয়ে নারী দলকে হারিয়েছে বাংলাদেশের নারী দল। প্রথম ম্যাচ জিতে আগেই লিড নেওয়া টাইগ্রেসরা শেষ ম্যাচটি জিতে নেওয়ায় দুই ম্যাচের সিরিজটি ২-০তে নিজেদের করে জিম্বাবুয়ের নারী দলকে ‘হোয়াইটওয়াশ’ করলো। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বীতিয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথম টি-টোয়েন্টিতে জয়টা এসেছিল ৩৫ রানে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আজ বাংলাদেশের জয়টা ছিল আরও দাপুটে। জিম্বাবুয়েকে মাত্র ৬৯ রানে বেঁধে রাখার পর মেয়েরা সেই টার্গেট পেরিয়ে যায় ৪৯ বল হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ২০ ওভার ৬৯/৬ (মেয়ার্স ২১, মারাঙ্গে ১৬*, নিয়াথি ৯, মুসোন্দা ৮; জাহানারা ৩/১১, পান্না ১/৯, রুমানা ১/১২)
বাংলাদেশ: ১১.৫ ওভারে ৭০/২ (আয়েশা ২৮, শায়লা ২৩*, রুমানা ১২*, শারমিন ৫; মারাঙ্গে ১/১৮, চাতোনজুয়া ১/১৫)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-০ তে জয়ী