খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহদি রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান বলে জানিয়েছেন তার দ্বিতীয় ছেলে আলী আহম্মদ তাহকিক।
আজ বৃহস্পতিবার মুজাহিদের সংঙ্গে দেখা করে জেল গেইট থেকে বের হয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি আরো জানান, মুজাহিদ দেশবাশীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, আমি নির্দোষ, আমাকে যদি ফাঁসি দেয়া হয় তা অন্যায় হবে।
তার ছেলে আরো বলেন, তার ফাসিঁ কার্যকর হলে ইসলামি আন্দোলন আরো বেগমান হবে। পরিবারের সদস্যদের ধৈর্য ধারন করতে বলেন।
তবে তিনি কি কারনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চেয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কারাগারে প্রবেশ করেন এবং ২টা ৪০ মিনিটের দিকে বের হয়ে আসেন মুজাহিদের পরিবার।
রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এটি মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশ। ফলে চূড়ান্ত আদেশেও তাঁদের ফাঁসি বহাল থাকে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার এই বেঞ্চে মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে শুনানিতে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদ আপিল করেন। গত ১৬ জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মুজাহিদ।