খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি প্রায় দুইশ কোটি ডলার আত্মসাতের অভিযোগে দেশটির সাবেক নিরাপত্তা উপদেষ্টা সাম্বো দাসুকিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে অস্ত্র ক্রয়ের সময় এ অর্থ আত্মসাৎ করা হয় বলে জানানো হয়।সাম্বো দাসুকির বিরুদ্ধে বেশ কয়েকটি ভুতুড়ে চুক্তির মাধ্যমে অর্থ লুটের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে- ১২টি হেলিকপ্টার, ৪টি যুদ্ধবিমান ও অন্যান্য যুদ্ধাস্ত্র ক্রয়ের মতো বিভিন্ন ভুতুড়ে চুক্তি রয়েছে।
তবে সাম্বো দাসুকি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসকল যুদ্ধাস্ত্র বোকো হারামের বিরুদ্ধে ব্যাবহার করা হয়েছে।
অবশ্য সেনা সদস্যরা অভিযোগ করেছেন, তারা বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে খুবই দুর্বল অস্ত্র নিয়ে লড়ছেন।