Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। ম্যানিলায় গতকাল বুধবার এপেক সম্মেলন শুরুর ঘণ্টা কয়েক আগে এ দাবি জানান তিনি। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবামাকে দক্ষিণ চীন সাগর ইস্যু থেকে দূরে থাকতে বলেছে পেইচিং।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এশিয়া প্যাসিফিক কো-অপারেশন’ (এপেক) সম্মেলন। এতে প্রায় ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেওয়ার কথা। আলোচ্যসূচিতে না থাকলেও দক্ষিণ চীন সাগর ইস্যুটি সম্মেলনে বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ওবামা। পরদিন সকালে সম্মেলন শুরুর আগে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনোর সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ওবামা বলেন, ‘আমরা চীনের জবরদখলের প্রভাব নিয়ে আলাপ করেছি। আমরা একমত যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং পেইচিংয়ের অবকাঠামো নির্মাণ বন্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে।’ এদিকে ওবামার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পেইচিং। তারা দক্ষিণ চীন ইস্যু থেকে ওবামাকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, ‘দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের খেলা বন্ধ করা উচিত।’ তিনি আরো বলেন, ‘দক্ষিণ চীন সাগরের অবকাঠামো নির্মাণের দিকে আঙুল তুলে কথা বলার অধিকার কোনো দেশের নেই।’
তেল-গ্যাস সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে পেইচিং। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে ব্র“নেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধ চলছে। তবে বিরোধ উপেক্ষা করে সেখানে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র সেখানে চীনের তৎপরতা নিয়ে সম্প্রতি সরব হয়েছে।
কয়েক দিন আগে বিতর্কিত জলসীমায় যুদ্ধজাহাজ ও বোমারু বিমানযোগে টহল দিয়েছে তারা। এ ছাড়া গত মঙ্গলবারও ফিলিপাইনকে ২৫ কোটি ডলার নৌ-সহায়তার ঘোষণা দিয়েছেন ওবামা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বার্তা খুবই পরিষ্কার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ সাগরে পেইচিংকে নির্বিঘেœ দখল করতে দেবে না ওয়াশিংটন। সূত্র : এএফপি, বিবিসি।