Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : গুলশান ও রংপুরে দুই বিদেশি নাগরিককে হত্যার পর 2দিনাজপুরে ধর্মযাজক পিয়েরো পারোলারির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন এক বিবৃতিতে বলেন, “সহিংসতার এ ধরনর পুনরাবৃত্তি সবার জন্যই গভীর উদ্বেগের বিষয়।”
দুই মাসেরও কম সময়ে তিন বিদেশিকে লক্ষ্য করে এ ধরনের নির্মম হামলার ঘটনা উদঘাটনের পাশাপাশি এর সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আহত পিয়েরোর ‘দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য’ও কামনা করা হয়।
বুধবার সুইহারি ক্যাথলিক চার্চ থেকে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন পিয়েরো পারোলারি।
মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্ত এ হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।
গুরুতর আহত পারোলারিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার ঘাড়ে অস্ত্রোপচার হয়। বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।