Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকের বাবার হাতে ধর্ষিত হয় ১৫ বছরের বালিকা। সহ্য করতে না পেরে আত্মহত্যা করে প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভারতের আসামে।
দশম শ্রেণীতে পড়–য়া রঞ্জিতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের অষ্টম শ্রেণীতে পড়–য়া পারুল বিশ্বাসের। প্রেমের টানে একজন অপরজনের বাড়িতে প্রায়ই যাতায়াত করে। দুই পরিবারের সদস্যরাও জানেন তাদের এ সম্পর্কের কথা। কোন পরিবার থেকেই তেমন একটা বাধার সন্মুখীন হননি প্রেমিক-যুগল।
গত ১৭ই নভেম্বর প্রেমিকা পারুল বিশ্বাস প্রেমিক রঞ্জিতের বাড়ি আসে দেখা করতে। রঞ্জিত বাড়িতে না থাকায় প্রেমিকা যখন ফিরে যেতে উদ্যত হয়, তখনই রঞ্জিতের বাবা সমর রঞ্জন মজুমদার বলে যে রঞ্জিত বাজারে গিয়েছে এখনই ফিরে আসবে। তুমি মা একটু অপেক্ষা করো। মেয়েটি খুশি হয়ে ঘরে ঢোকে। ঘটনাক্রমে ঘরে সেদিন আর কেউই ছিল না। রঞ্জিতের বাড়ির সবাই তার নানার বাড়ি বেড়াতে গিয়েছে। চতুর বাবা সে কথা গোপণ করে মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে।
চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে রঞ্জিতের বাবাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে।
সেদিনই রঞ্জিত বাড়ি এসে এ ঘটনা শুনে মনের দুঃখে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।