Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : একা একা কার ভালো লাগে? আর যদি উৎসবের সময় হয় তবে একাকীর জন্য সময়টা হয়ে ওঠে ভীষণ কষ্টের। তবে উৎসবের দিনে একাকিত্বের কষ্ট দূর করার জন্য চীনে গড়ে উঠেছে বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠান থেকে যেকোনো সুন্দরী বসন্ত উৎসবের জন্য বিভিন্ন রেটে বয়ফ্রেন্ড ভাড়া করতে পারবেন।
চীনাদের সবচেয়ে বড় বসন্তরবণ উৎসব শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উৎসবকে অবিবাহিত, বয়ফ্রেন্ডহীন তরুণীদের জন্য অশুভ বলে ধারণা করা হয়। এ কারণে বহু ফ্যামিলি তাদের অবিবাহিত মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাদের দুশ্চিন্তা নিরসনে এ ব্যবস্থা।
চীনের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক ক্ষুদ্র বিক্রেতা প্রতিষ্ঠান টোওবোয়ার ভুয়া বয়ফ্রেন্ডের একটি সেকশন আছে। সেখানে মেকি বিয়ের জন্য একটি রেটও নির্ধারণ করা হয়েছে। এ রেট বয়ফ্রেন্ডের ধরণ অনুসারে বিভিন্ন রকমের। তবে প্রতিদিনের জন্য ন্যূনতম ৮২ ডলারে যেকেউ একজন বয়ফ্রেন্ড ভাড়া নিতে পারেন। এ রেট বয়ফ্রেন্ডের ধরণ অনুসারে বাড়বে। সর্বোচ্চ মানের একজন বয়ফ্রেন্ড পেতে তরুণীকে খরচ করতে হবে ১ হাজার ৩২১ ডলার।
এ প্যাকেজের অন্তভুক্ত থাকবে মুক্ত আলিঙ্গন, হাত ধরে হাঁটা এবং বিদায়ী কিস। এর অতিরিক্ত তালিকার জন্য তরুণীকে আলাদা পেমেন্ট করতে হবে। সূত্র: সিএনএন।