Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে নিষদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনটি এ হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ‘ রোমের আগে প্যারিস’ শীর্ষক ভিডিওটির প্রথমেই প্যারিস হামলার দৃশ্য দেখানো হয়েছে। এরপর দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়। তাদের একজন অপরজনের কাছে ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার বিষয়ে প্রতিশ্র“তি ব্যক্ত করছিল।
ছয় মিনিটের ওই ভিডিওটিতে দেওয়া আরবি বক্তব্য ভাষান্তর করেছে বেসরকারি গোয়েন্দা সহযোগিতা সংস্থা সাইট ইন্টিলিজেন্স গ্রুপ। নতুন ভিডিওটি প্রকাশের মাত্র একদিন আগে আইএস আরো একটি ভিডিও প্রকাশ করেছিল। এতে নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখানো হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, প্যারিসের পর এবার নিউ ইয়র্কে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনটি।
ভিডিওটির ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ভিডিওটি কতটুকু সত্য , তা যাচাই করা হচ্ছে। মার্কিন সরকারের প্রত্যেকেই এ হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ১৩১ জন নিহত হয়। এ ঘটনার পরের দিন আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।