Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : কুমিল্লায় চার বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার কেরানীনগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিজিবি তাদের আটক করে।
আটকদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেছুর রহমান জানান, আটক চার বিদেশি নাগরিককে বৃহস্পতিবার রাত একটার দিকে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেছে।
তারা হলেন, ক্যামেরুনের নাগরিক গোফাং এ মিরা (নারী), কঙ্গোর অকো থোমাস, লোছথুর নাসোরা আকদুও ও গিনির কামারো হামদু। তাদের কাছে ভারতের ভিসা লাগানো পাসপোর্ট পাওয়া গেছে, যা মেয়াদ উত্তীর্ণ। তারা কোনো অপরাধী দলের কি না এ বিষয়ে জানার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরের দিকে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অন্যরকম