Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনি প্রক্রিয়া মেনে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বটমালী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এর প্রতিটি পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি।’
যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
ইতালীয় ধর্মযাজক পিয়েরোকে হত্যাচেষ্টার পেছনে ‘দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ রয়েছে বলে মন্তব্য করেন স্বারষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা)চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার সাকা চৌধুরী এবং মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়।
আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন তাদের শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই বাকি আছে। তারা আবেদন না করলে সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।