খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : দুই কোরিয়ার মধ্যে বৈরী সম্পর্কের অবসান ঘটাতে আলোচনায় বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এ আলোচনায় সম্মত হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার একটি বার্তাসংস্থার বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক বার্তাসংস্থা ‘ইয়োনহাপ’-এর ওয়েবসাইটে বলা হয়েছে, সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতির কারণে ২৬ নভেম্বর দু’পক্ষ আলোচনায় বসতে রাজি হয়েছে।
গত আগস্টে দুই কোরিয়া সীমান্তে একটি ভূমি মাইন বিস্ফোরণের ঘটনায় শীর্ষ পর্যায়ে চলা আলোচনা বন্ধ করে দেয় দু’দেশ। ওই সময় দুই কোরিয়ার মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এরপর দুই কোরিয়ার কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। পরে অবশ্য আগস্টের বৈঠকের পরিপ্রেক্ষিতে যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই কোরিয়ার পরিবারগুলোর মধ্যে পুনর্মিলন হয় অক্টোবরে।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে তারা শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার কাছে প্রস্তাব পাঠায়। চলতি সপ্তাহ নাগাদ এর কোনো জবাব দেয়নি পিয়ংইয়ং। তবে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে।
দীর্ঘ স্নায়ুযুদ্ধের পর আগস্টের অস্ত্রবিরতির প্রস্তাবে এটাই হবে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে সরকারি পর্যায়ে প্রথম আলোচনা। ২৬ নভেম্বর ব্যাপক সামরিক উপস্থিতি-সম্পন্ন গ্রাম পানমুনজমে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।