খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ :পিরোজপুর জেলা ছাত্রদলের এম ডি বদিউজ্জামান সেখ রুবেল এর সভাপতিত্তে কেককাটা আলোচনাসভার মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালন করে।এসমায় বিএনপির নেতা কর্মীসহ নির্যাতিত মানুষের জন্য দোয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এসমায় অন্যান্যের মধ্যে অংশ নেন পিরোজপুর জেলা মহিলাদলের যুঘ্ন আহ্বায়ক মিসেস জাকিয়া আসলাম , জেলা যুবদলের সদস্য সায়েম সরদার এবং জেলা ছাত্রনেতা শুভ হাওলাদার
, সাদ্দাম শেখ , এম এ রিজভীসহ প্রমুখ।