খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ :বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত বিবৃতিে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বানর জানান।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া আগামীকাল ২১ নভেম্বর বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে লন্ডন থেকে দেশে ফিরছেন ইনশা আল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।