Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

imagesখোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ :বর্তমান বিচার প্রক্রিয়া রাজনৈতিক বিবেচনায় চলছে বলে বিএনপি ন্যায় বিচার থেকে বঞ্চিত এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন গয়েশ্বর। চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
গয়েশ্বর বলেন, বর্তমানে আইনের শাসন অনুপস্থিত। কোনো ঘটনা ঘটার পর বিচারের আগেই সরকারের মন্ত্রী-এমপিরা বলেন কার ফাঁসি হবে, কার জেল হবে! তাহলে বিচারক কি সরকার? বিচার কি বিচারপতিরা করেন, না সরকার নির্ধারণ করেন?
গয়েশ্বর চন্দ্র বলেন, ন্যায় বিচার হলে আমরা ন্যায় বিচার পেতাম। বিএনপিসহ বিরোধী মতের মানুষের ওপর হামলা মামলা চলছে। এভাবে চলতে পারে না। আমরা তো এখন কাঁদতে পারি, ভবিষ্যতে সরকার কাঁদতে পারবে কি না-তা জনগণই নির্ধারণ করবে।
মানুষের জান-মালের নিরাপত্তা নেই’ উল্লেখ করে তিনি বলেন, মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশের মানুষসহ বিদেশী নাগরিকরাও হত্যার শিকার হচ্ছেন, গুম হয়ে যাচ্ছেন। কোনো বিচার হচ্ছে না। এর ফলে অপরাধীরা আরও উৎসাহী হচ্ছে।
তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে ফিরে আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. এম এ কামাল প্রমুখ।