Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Sirajul islam mp picখোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ :আইপিএম ক্লাব উদ্বোধন উপলক্ষে শুক্রবার২০নভেম্বর শিবপুরের সৈকারচর গ্রামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রামীণ কৃষক দারিদ্র বিমোচন আত্মকল্যান সংস্থার সভাপতি মিসেস সেলিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিবি’র আবাসিক প্রতিনিধি মোঃ ইকবাল করিম, শিবপুর সবুজপাহাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। অবহেলিত, নিষ্পেসিত ও সরকারী সুযোগ-সুবিধা বঞ্চিত শিবপুরের যোশর ইউনিয়নের সৈকারচরসহ বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীর জন্য এবং কৃষি উন্নয়নে বিশেষ করে বিষমুক্ত সবজি উৎপাদন এবং এলাকার কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কৃষক নেত্রী সেলিনা জাহানের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথিসহ বক্তাগন। সকল বক্তারাই তাকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শরিফুল ইসলাম শরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দেশে আবাদি জমির পরিমান কমে গেলেও বর্তমান প্রধানমন্ত্রীর সময় উপযোগী পদক্ষেপের ফলে দেশে খাদ্যের চাহিদা পুরন করে বিদেশে খাদ্য রপ্তানী করা হচ্ছে। তিনি শীলবাড়ী থেকে মাকাল্লা পর্যন্ত ২কিলোমিটার পর্যন্ত রাস্তা পাকা করে দেয়ার আশ্বাস প্রদান করেন।এমপি সিরাজ মোল্লা, সেলিনা জাহানের প্রতিষ্ঠিত আইপিএম ক্লাব (ইন্টারগেটেড পেস্ট ম্যানেজমেন্ট) অর্থাৎ সমন্বিত বালাই দমন ব্যবস্থার জন্য এলাকার কারাস্তা-ঘাট এবং কৃষি উন্নয়নে সর্বত্র সহযোগীতার আশ্বাস এবং আইপিএম ক্লাবকে কম্পিউটার, ল্য্যাপ্টপসহ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সেলিনা জাহান বিগত ১২ বছর যাবত এলাকার কৃষক কৃষাণীদের নিয়ে কম্পোস্ট সার উৎপাদনসহ কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এজন্য ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের কর্মকর্তারা তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন। বর্তমানে সেলিনা জাহানের নেতৃত্বে প্রায় ৬ হাজার ৫শত নারী কৃষাণী কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথিকে বাংলাদেশ ভার্মি কম্পোষ্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।এছাড়া প্রধান অতিথি বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য এলাকার কৃষানীদের মাঝে সনদ পত্র বিতরন করেন।আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটেঁ সৈকারচর আইপিএম ক্লাবের শুভ উদ্ধোধন করেন।

অন্যরকম