Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : ফাঁসি ফাঁসি ফাসি চাইৃ রাজাকারের ফাঁসি চাইৃম তে মুজাহিদৃতুই রাজাকার তুই রাজাকারৃ স তে সাকা চৌধুরীৃ তুই রাজাকার তুই রাজাকার.. মুক্তিযুদ্ধের বাংলায়ৃ রাজাকারের ঠাঁই নাই.. এমন হাজারো স্লোগানের মধ্যদিয়ে শাহবাগের গণজাগরণ মঞ্চে শরু হয়েছে সমাবেশ।
শুক্রবার বিকেল থেকে সাকা-মুজাহিদের ফাঁসি দ্রুত কার্যকর এবং লেখক-প্রকাশকদের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে গণসমাবেশ কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।
যতক্ষণ এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করা না হয়, ততক্ষণ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সকরকার।
তিনি বলেন, আমরা এখন থেকে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলিয়ে যাবো। তিনি বলেন, আমরা আশা করছি সরকার দ্রুত সময়ের মধেই এ রায় কার্যকর করবে।
ইমরান এইচ সরকার ছাড়াও সমাবেশে উপস্থিত রয়েছেন, ভাষ্কর রাশা, সংগিতা ইমাম, জিলানী শুভ প্রমুখ
ইমরান সরকার বলেন, গান, কবিতা, বক্তৃতা এবং স্লোগানের মাধ্যেম জেগে থাকবে শাহবাগ, জেগে থাকবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে সকাল থেকেই রাজপথে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। সকাল থেকে শাহবাগে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ।