খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : মালির রাজধানী বামাকোর একটি হোটেলে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। ব্যাপক গুলির আওয়াজ শোনা গেলেও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। বার্তা সংস্থা আলজাজিরা, বিবিসি এমন তথ্য দিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর হোটেল রেডিসন ব্লুতে স্থানীয় সময় সকাল ৭টায় হামলার এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু’র এক কর্মকর্তা জানান, বন্ধুকধারীরা প্রায় ১৭০ অতিথি ও হোটেল কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে রেখেছে। ভোর বেলা ১০ বন্দুকধারী এ হামলা চালায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, হোটেলটির সপ্তম তলা থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির আওয়াজ শোনা গেছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোটেলটি ঘিরে রেখেছে।
দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।
এর আগে, আগস্টে মালির একটি হোটেলে সন্দেহভাজন ইসলামী জঙ্গিগোষ্ঠীর হামলায় জাতিসংঘের পাঁচ শ্রমিকসহ ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে মালির চার সৈন্য ও চার হামলাকারী ছিলেন।