খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই নির্মিত মঞ্চে দুর্ঘটনা ঘটেছে। মঞ্চের উপরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক নিচে পড়ে যান। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের হয়রানীর শিকার হতে হয়েছে অনেক গণমাধ্যমকর্মীকে। কোন গেট দিয়ে গণমাধ্যমকর্মী প্রবেশ করবে সেটিও নির্ধারিত ছিল না। যদিও বৃহস্পতিবারই নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শুক্রবার সেই গেট দিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সুযোগ ছিল না। তাই এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এ্যাসিস্টেন্ট মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পেরেছেন গণমাধ্যমকর্মীরা।
হয়রানীর মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকেও। এ ছাড়াও টিকিটের মূল্য ছিল তুলনামূলক বেশি। তাই সাধারণ দর্শকদের নাগালের বাইরে টিকিট মূল্য থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে অনুষ্ঠান দেখার জন্য আসতে পারেননি।
শুধু বাইরের অব্যবস্থাপনা নয়, অনুষ্ঠান সূচিতে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় তা শুরু হয়নি। বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কথা থাকলেও দেড় ঘণ্টা বিলম্বে বিকাল সাড়ে ৫টায় তা শুরু করা হয়েছে। শুধু তাই নয়, গণমাধ্যমকর্মীদের জন্যও মঞ্চের সামনে কোনো জায়গা রাখা হয়নি। তাই মঞ্চের পেছন দিকে প্রেসবক্সে বসে অনুষ্ঠান দেখতে হয়েছে।
সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।