শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : নানা ঝক্কি পেরিয়ে দর্শকরা গেছেন মাঠে। কিন্তু গিয়ে নির্ধারিত সময়ের পরও আরো ঘণ্টা খানেক অপেক্ষা করতে হলো তাদের। শুক্রবার তৃতীয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে আয়োজকদের ঘণ্টা খানেক দেরী হলো। তবে জমকালো মঞ্চে জমকালো একটি অনুষ্ঠানের আভাস দিয়েই চলছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের একেবারে শেষের আকর্ষণ বলিউডের তারকাদের পারফরম্যান্স। হৃতিক রোশন দুপুরে ঢাকায় এসেছেন। বিশ্রাম নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মহড়া করে গেছেন পারফরম্যান্সের। তিনটি গানের সাথে নাচের রিহার্সেল করেছেন। সূচি অনুযায়ী তার আগেই অবশ্য মঞ্চে আসবেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডের এই তারকার পারফরম্যান্স এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আছে বাংলাদেশের বিখ্যাত শিল্পি মমতাজের পারফরম্যান্সও।
অনুষ্ঠান শুরু হয় সন্ধার দিকে। ঘড়ির কাটায় তখন সাড়ে পাঁচটা। জনপ্রিয় নৃত্যশিল্পি, মডেল সাদিয়া ইসলাম মৌ আসেন মঞ্চ আলো করে। জমকালো পোষাকের সাথে ছিল নাচের চমৎকার থিম। দল নিয়ে নাচলেন। মুগ্ধ করলেন দর্শকদের।
এরপর বিরতি। দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি আসে মঞ্চে। ‘রাখে আল্লা মারে কে’ দিয়ে শুরু হয় তাদের পারফরম্যান্স। একে একে গান গেয়ে যান আইউব বাচ্চু। কিন্তু তার গানে আগের সেই আকর্ষণ কি কিছুটা কমে এসেছে? নাকি এই দিনটা একটু অন্যরকম! তার ব্যান্ডের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি গাইলেন গোটা তিনেক গানের পর। আগে এই গানের সাথে দর্শকদের তুমুল সাড়া থাকতো। কিন্তু এবার একটু ব্যতিক্রম হলো। আইউব বাচ্চু অবশ্য তার গিটারে পুষিয়ে দেন সবকিছু। সাথে তাদের ব্যান্ডের একেকজন পারফর্মার তো একে অন্যকে ছাড়িয়ে যান। দর্শকদের একসময় ঠিকই নাচিয়ে তোলেন তারা।
এলআরবির পর মঞ্চে আসে ব্যান্ড দল চিরকুট। এলআরবির পর পারফরম্যান্স করে দর্শক মাতানো কঠিন। সেই কঠিন কাজে সফল চিরকুট। তারা তাদের গানের কথা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহারে ব্যতিক্রমী। মঞ্চে দেশাত্মবোধক গান দিয়ে চিরকুটের শুরু। তারপর তাদের জনপ্রিয়তম ‘যাদুর শহর’ শোনায় তারা। শেষ করে ‘কানামাছি” গান দিয়ে।