কামরুল হাসান, ঠাকুরগাঁও, শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ : সৃজনশীল বাংলাদেশ বাংলাদেশ গড়ার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন শীর্ষক কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এরই ধারাবাহিকতায় বুধবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় একাডেমীর মিলনায়তনে জেলার সবকটি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে জেলার চুড়ান্ত প্রতিযোগি নির্বাচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আজহার আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সা: সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস প্রমুখ।
উল্লেখ্য ৫ উপজেলায় মোট ১১০জন প্রতিযোগিতার মধ্যে গীতি ও কবিতা আবৃতি ২টি বিষয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন ঠাকুরগাঁও জেলা স্কুলের ৪র্থ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র অরিত্ব সাহা,সে আধূনিক সদর হাসপাতালের আয়ুরব্যাধী বিভাগের মেডিকের অফিসার ডা: জি.পি সাহার ছেলে। অপরদিকে ঠাকুরগাঁও শহরের অবস্থিত রয়েল কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর শেষ বর্ষের ছাত্রী সানজিদা মারিয়া কৃপা সে দ্বিতীয় স্থান অধিকার করে । সে ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হাসানের একমাত্র মেয়ে।
পড়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারিদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
পারিবারিক সূত্রে জানা যায়,কৃপা বিগত ২ বছরে তার বিভিন্ন রকমের সরকারী-বেসরকারী চিত্রাঙ্গন, আবৃতি,স্কুলের উপস্থিতি,ক্লাসে প্রথম স্থান,সহ যাবতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে (২০/২৫) এর একাধিক এ্যায়ার্ড সহ সার্টিফিকেট পেয়ে আসছে। এই প্রাপ্তি ও তার অর্জন ধারাবাহিক ভাবে অব্যাহত থাকার জন্য তার পিতা-মাতা সকলের কাছে দোয়া চেয়েছেন।