খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা সরকারের নেই বলে মনে করেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীতে মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জানা গেছে, চিকিৎসার জন্য আড়াই মাস ধরে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের শনিবার বিকালে দেশে ফেরার কথা রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি বিদেশে বসে হয় না। তিনি দেশে এসে ইতিবাচক রাজনীতি করবেন এবং সক্রিয় থাকবেন এমন প্রত্যাশা সকলের। আমরা ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানাই।
খালেদা জিয়া গ্রেপ্তারের ভয়ে বিদেশে আছেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের চিন্তা সরকার করছে না। করলে হয়তো আমি জানতাম। শসস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এদিন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট যাওয়ার পথে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলায় মন্ত্রী মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। ওই সময় অন্যান্যদের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দীন, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনির হোসেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আশরাফ উপস্থিত ছিলেন।