Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : প্রেমিকার মৃত্যুর পরে মাত্রাতিরিক্ত আবেগতাড়িত হয়ে উদ্ভট এক কাজ করে বসেছেন তাইওয়ানের যুবক। মৃত প্রেমিকার চিতাভস্ম ছাইকে বিয়ে করেছেন তিনি এবং একইসাথে বিয়ের অনুষ্ঠান এবং প্রেমিকার বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এসময় তিনি প্রেমিকার পোড়াভস্ম ছাই একটি ছোট কলসে রেখে কলসটিকে বিয়ের পোশাকে সজ্জিত করেন।
প্রেমিকার মৃত্যুতে তীব্র শোকাহত হয়ে চমকপ্রদ এই কা-টি ঘটিয়েছেন তিনি। মিস্টার লাই নামে পরিচিত এই যুবক তাইওয়ানের সিনচুগ্রামে সম্প্রতি পরিবার পরিজন নিয়ে এই বিদায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রেমিকার প্রতি তার ভালোবাসা এবং ওয়াদা সবার মাঝে জানান দেয়ার জন্য তিনি মৃত প্রেমিকার অবশিষ্ট ছাইকে বিয়ে করেন। মিস্টার লাই এবং অনুষ্ঠানের অন্যান্য অথিতিরা এই ব্যতিক্রমি ঘটনায় আবেগ আপ্লুত হয়ে কাঁদেছেন।
উল্লেখ্য মিস্টার লাইয়ের করা বিয়ের মত ঘটনা আগে শোনা যায়নি।