Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : ফুটবল ও রূপোলি পর্দার মেলবন্ধন। টলিউডের নামী অভিনেত্রী সোনালি চৌধুরীর সঙ্গে বিয়ে হচ্ছে ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রজত ঘোষ দস্তিদারের। আজ সোনালির বেহালার বাড়িতে, ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে ধরা দিচ্ছেন দু’জন।
ক্রিকেট জগতের সঙ্গে সিনেমা জগতের অন্তরঙ্গ যোগাযোগের খবর মাঝে-মাঝেই শোনা যায়। ফুটবলে এমন ঘটনা কার্যত বিরল। এর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন ১৯৫৬-মেলবোর্ন অলিম্পিক অধিনায়ক বদ্রু বন্দ্যোপাধ্যায় ও সেই সময়ের নামী অভিনেত্রী তপতী ঘোষ। ষাটের দশকে। মাঝে আইএম বিজয়নের স্ত্রী কেরালার কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন। বিয়ের পর ছেড়ে দেন। সে দিক থেকে রজত-সোনালির বিয়ে অবশ্যই অন্য রকম।
মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রাক্তন রজত বললেন, ‘ব্যাপারটা আমরা চুপিচুপিই সেরে ফেলতে চেয়েছিলাম। অনুষ্ঠানেও তাই তেমন কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ’ আর সোনালির কথায়, ‘আমার একটাই আক্ষেপ, রজতের খেলা দেখতে পারিনি। মোহনবাগানে দিবসে ও খেলে। আগের বার সেখানেও নিয়ে গেল না। ’ জুড়ে দিলেন, ‘আমি অবশ্য রজতকে ফুটবলার হিসেবে ভালোবাসিনি। মানুষ হিসেবে ভালোবেসেছি। ভালো মানুষ হিসেবেই দেখতে চাই। ‘
প্রায় দু-বছরের পরিচয়। সেখান থেকে ঘনিষ্ঠতা। মাস ছ’য়েক আগে বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। রজতের কথায়, ‘আমাদের দেখা হত রাত এগারোটার পর। ওর কাজ থাকত। আমারও। তাই গভীর রাতে এক সঙ্গে ডিনার করতে যেতাম। ‘
সিনেমা জগত নিয়ে রজতের যেমন আগ্রহ রয়েছে, ফুটবল নিয়ে সোনালির অবশ্য তেমন আগ্রহ নেই। সেটা স্বীকারও করলেন অভিনেত্রী, ‘আসলে ঘরোয়া ফুটবলে তেমন খোঁজ নেওয়া হয় না। রজতকে ফুটবলার হিসেবে আগে থেকে চিনতামও না। তবে বিশ্ব ফুটবলের খোঁজ খবর রাখি। ‘
বিশ্ব ফুটবল নিয়ে সোনালি যে ভালোই ওয়াকিবহাল, তার উদাহরণও দিয়ে দিলেন হবু বর রজত। বললেন, ‘বিশ্বকাপের সময় এক টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছিলাম দু’জনে। সেখানে দেখলাম, নেইমারের ড্রিবল নিয়েও সোনালি ব্যাখ্যা দিচ্ছে। কে বলে, ও কম বোঝে? তা ছাড়া, আমি যে এল জি কাপে সেরা ফুটবলার হয়েছিলাম, সেটাও ও জানত। ‘
সোনালির সিনেমা-সিরিয়ালের নামও মুখস্থ রজতের। গড়গড় করে বলে দিলেন, ‘ওর হাতে এখন প্রচুর কাজ। জল নুপুর শেষ হলেই নতুন কাজ শুরু হবে। অগ্নিপরীক্ষার জন্য তো পুরস্কারও পেয়েছে। আর সিনেমায় আটটা আটের বনগাঁ লোকাল, ছয়ে ছুটি, বাই বাই ব্যাঙ্কক আমি দেখেছি। সোনালি দারুণ অভিনয় করেছে। ’ বিয়ের পরেই সেসেলসে হনিমুন। সেখান থেকে ডারবান-কেপটাউনেও যাবেন দু’জনে। আর যাবেন ডিসেম্বরে মুক্তি পেতে চলা সোনালির নতুন সিনেমার ওপেনিং শো-তে।

অন্যরকম