Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : সদ্য অবসর নেওয়া অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক তাঁর নতুন বই ‘অ্যাসেজ ডায়েরি ২০১৫′-তে একহাত নিলেন প্রাক্তন অস্ট্রেলীয় কোচ জন বুকানন ও দুই প্রাক্তন টিমমেট অ্যান্ড্রূ সাইমন্ডস ও ম্যাথু হেডেনকে।
ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর এঁরা সকলেই ক্লার্কের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বুকানন দাবি করেছিলেন, ক্লার্কের জমানাতেই ব্যাগি গ্রিন সংস্কৃতির অবনতি হয়। তা নিয়ে ক্লার্ক বলেছেন, ‘আমার মনে হয় না, জন ব্যাগি গ্রিন নিয়ে আদৌ কিছু জানে। কারণ ও জীবনে ওটা পরার সুযোগ পায়নি। এখনও ও বেঁচে আছে একটাই তথ্যে যে এমন একটা টিমকে কোচিং করিয়েছে, যাদের আমার কুকুর জেরি কোচিং করালেও তারা বিশ্বসেরা হত!’ প্রসঙ্গত, গত অগস্টে অ্যাসেজ হারের পর বুকানন বলেছিলেন, ‘স্টিভ ওয়, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং ও অন্যান্যরা ব্যাগি গ্রিন সংস্কৃতিকে অন্য মাত্রা দিয়েছিল। মাইকেলের সময় তার অবনতি হতে শুরু করে এবং তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মাঝে মাঝে আমার মনে হয়েছে, মাইকেল সংস্কৃতিটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না। ‘
প্রাক্তন টিমমেট অ্যান্ড্রূ সাইমন্ডসকে নিয়ে তিনি বলছেন, ‘টিভিতে দেখতে হল, আমার নেতৃত্ব নিয়ে সমালোচনা করছে অ্যান্ড্র সাইমন্ডস। আমি দুঃখিত, কারও নেতৃত্ব বিচার করার ক্ষমতা ওর থাকতে পারে না। এই লোকটা মাতাল হয়ে দেশের হয়ে খেলতে এসেছিল। ও অন্যের দিকে ঢিল ছোঁড়ে কী করে?’
ম্যাথু হেডেন অভিযোগ করেছিলেন, কেরিয়ারে শুরুতে ক্লার্ক নাকি ব্যাট প্যাড ক্যাচের জন্য ক্লোজ ইনে ফিল্ডিং করতে চাননি। দাবি করেছিলেন, তিনি শুনেছিলেন যে ক্লার্ক সরাসরি পন্টিংকে বলছেন, হেলমেট পরে ক্লোজ ইনে ফিল্ড করতে হলে তিনি ব্যাগি গ্রিন টুপি ফেরৎ‍ পর্যন্ত দিতে রাজি আছেন।
প্রতিবাদ করে ক্লার্ক লিখেছেন, ‘আমার মনে হয়, গত ১২ বছরে আমি দেখিয়েছি, আমার কাছে দেশের প্রতিনিধিত্ব করার মানে কী এবং যে ৩৮৯ বার আমি ব্যাগি গ্রিন পরেছি, তার দাম কতটা। ’ সঙ্গে যোগ করছেন, ‘রিকি যদি আমাকে হার্বার ব্রিজ থেকে ঝাঁপ দিতেও বলত, আমি সেটাও দিতাম। কারণ অস্ট্রেলিয়ায় হয়ে খেলতে আমি ভালোবাসতাম। ’ স্বভাবতই ক্লার্কের নতুন মন্তব্য নিয়ে অজি ক্রিকেট উত্তাল।