Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : আবাসিক খাতে নতুন করে আর কোনো পাইপ লাইনে গ্যাসের সংযোগ দেবে না সরকার।
আজ শুক্রবার এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, পাইপ লাইনে গ্যাসের সংযোগ দেবে না সরকার। সিলিন্ডার গ্যাসব্যবহারকে সাশ্রয়ী করতে প্রয়োজনে এ ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন , ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে আবাসিক খাতে পাইপ লাইনে গ্যাসের সংযোগ দেব না। আমরা এলপিজি ব্যবহার করব। সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্য দিতে না পারলে প্রয়োজনে আমরা ভর্তুকি দেব।’