খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : যুদ্ধাপরাধের ‘ত্রুটিপূর্ণ’ বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
আইনি সব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি নেতার স্ত্রী ফরহাৎ কাদের চৌধুরী।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরীও ছিলেন।
হুম্মাম কাদের জানান, শনিবারই এই চিঠি বঙ্গভবনে পৌঁছে দেবেন তারা।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের জন্য এই সংবাদ সম্মেলনে দলীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমানও ছিলেন।
আইনি লড়াই শেষ হওয়ার পর এখন শুধু দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে সালাউদ্দিন কাদেরের।
তিনি ক্ষমা চাইবেন কি না, তা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেননি স্ত্রী ও ছেলে।