খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ :কিশোরগঞ্জের মিঠামইনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ৯৮তম শাখা আজ (নভেম্বর ২১, ২০১৫) শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মিঠামইন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস শহীদ ভূঁইয়া, আব্দুল হক কলেজ এর প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক নুরু।প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি হাওর অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য এক্সিম ব্যাংক যে এগিয়ে এসেছে তার জন্য তিনি অভিনন্দন জানান। তিনি আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এক্সিম ব্যাংক ইতোমধ্যেই দেশ সেরা ব্যাংকে পরিণত হয়েছে। দেশসেরা এই ব্যাংকের মিঠামইন শাখার সাথে ব্যাংকিং করার জন্য তিনি স্থানীয় জনগণকে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন এবং সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ প্রদান,বৃত্তিপ্রদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।
শহুরে এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যাংকের আমানত প্রকল্প ও একইসাথে দেশে শিল্পায়ন ও ব্যবসা বনিজ্যে প্রসারের জন্যবহুমূখী বিনিয়োগ প্রকল্পের কথাও উল্লেখ করেন।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ হোসেন সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।