খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে দু’দিনব্যাপি জনসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি ও বয়স্ক মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দিন এ মেলার উদ্বোধন করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল হাসান মোল্লা।
ধামরাই ও সাভার থেকে আগত কয়েক শতাধিক পরিবারের বউ ও শাশুড়িরা অংশ নেন মেলায়। তবে এবার মেলায় বিদেশি দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এ মেলায় এলাকার গর্ভবতী মা, বউ ও শাশুড়ি এবং বয়স্কদেরকে (ষাটোর্ধ্ব) বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত।