খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার প্রায় দুই ঘণ্টা পর গুলশানে নিজ বাস ভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিনি নিজ বাস ভবনে পৌঁছেন। এর আগে বিকেল ৫টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়া। এরপর ৫টা ৩৫ মিনিটে পুলিশ প্রটোকলে গুলশানের বাসভবনে রওনা দেন।