Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ফাসির সময় যতেই ঘনিয়ে আসছে ততেই তাদের দুজনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গত তিন দিন ধরে কারা চিকিৎসক গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।
কারা সূত্র জানায়, আজ শনিবার সকাল ১১টার দিকে কারা চিকিৎসক ডা. বিপ্লব কান্তি দাস তাদেরকে চেকআপ করতে যান। তিনি তাদের রক্তচাপ মাপার পাশাপাশি ওজনও মাপা হয়। সাকা চৌধুরীর ওজন পাওয়া গেছে ৯০ কেজি আর মুজাহিদের ৭৩ কেজি।
কারা সূত্র জানায়, তাদের ওজন মেপে এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাসির মঞ্চে মহড়াও করা হয়েছে। এতে তাদের ওজনের পরিমাণ ইট একটি বস্তায় ভরে সেটির মধ্যে যে রশি দিয়ে ফাঁসি দেওয়া হবে সেই রশি কতটুকু শক্ত তা পরীক্ষা করা হয়।
জানা গেছে, সাকা চৌধুরী বাঁকা কথার পটু বলে পরিচিত হলেও তিনি গত কিছুদিন ধরে নিজেকে বদলে ফেলেছেন। কারারক্ষীসহ যারাই তার কাছে যাচ্ছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। আজ সকালেও যারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেছেন।
গতকাল শুক্রবার দুপুরেও কারা চিকিৎসক সাকা চৌধুরী ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা করতে যান। তিনি গিয়ে তাদের রক্তচাপসহ কোনো সমস্যা হচ্ছে কি না এসব বিষয় দেখেন। ওজনও মাপা হয় দুজনের।
জানতে চাইলে এই চিকিৎসক জানান, দুজনই তাকে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছেন।
কারা সূত্র জানায়, ফাঁসির মঞ্চের কাছের সেলে দুজনকে রাখা হলেও তাদের মাঝে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তারা স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। নামাজ পড়ছেন। কারারক্ষীদের সঙ্গে কথাও বলছেন।
এক কর্মকর্তা জানান, গতকালও মুজাহিদকে হাসি মুখে থাকতে দেখেছেন তিনি। তিনি জানান, সাকা চৌধুরীর কাছে যাওয়ার আগ মুহূর্তে টেনশন হচ্ছিল তিনি না খারাপ কিছু আচরণ করেন। কিন্তু না তিনি খুব ভালো ব্যবহার করেন। যা ছিল তার স্বাভাবিক আচরণের বিপরীত। তারা দুজনই গতকাল দুপুরে অনেকক্ষণ ধরে এক কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সেই কর্মকর্তার পরিবারিক বিষয়সহ নানা বিষয় নিয়ে কথা বলেন দুজনই। তিনিও (ওই কর্মকর্তা) চেষ্টা করেন তাদের সঙ্গে খুব হৃদ্যতাপূর্ণ আচরণ করতে। তারাও তার ব্যবহারে বেশ খুশি হন।