খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন তাঁর স্বজনেরা। রাত নয়টার পর স্বজনেরা কারাফটকে সামনে যান। এর কিছুক্ষণের মধ্যে কারাগারের ভেতরে ঢোকেন তাঁরা।
স্বজনদের মধ্যে ছিলেন সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, দুই ছেলে, ছেলেদের স্ত্রীসহ পরিবারের অন্তত ৩৫ জন সদস্য।
এর আগে সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাঁর (সাকা) স্বজনদের ডেকে পাঠিয়েছেন।