খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে ‘খ্যাতনামা’ ৮ জল্লাদকে।
শনিবার রাতে কারাসূত্র এ তথ্য জানিয়েছেন। জল্লাদরা হলেন, ইকবাল, মাসুদ, আবুল, মোক্তার, রাজু, শাহজাহান , খালিদ ও হযরত। এসব জল্লাদ বিভিন্ন সময় ফাঁসি আসামিদের ফাঁসির দণ্ড কার্যকর করেন। এদের মধ্যে শাহজাহান ও রাজু যুদ্ধাপরাধী কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে অংশ নিয়েছিলেন।
কাসিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে এসব জল্লাদদের এনে বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার পাশের সকল দোকানপাট বন্ধ করা হয়েছে।
এর আগে শনিবার রাত ৮টার মধ্যে এলাকার সকল দোকান বন্ধ করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
নাজিমউদ্দিন রোডের ব্যবসায়ী সোহেল জানান, সন্ধ্যার পর সাদা পোষাকের পুলিশ এসে অনুরোধ করেছেন, রাত ৮ টার পর যে আমরা দোকান বন্ধ রাখি।
এছাড়া, নাজিম উদ্দিন রোর্ডের পাবনা জেনারেল স্টোরের মালিক ইসমাইল বলেন, সন্ধ্যার পর সাদা পোষাকের পুলিশ এসে সবাইকে দোকান বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
অপরদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে প্রস্তুতি। কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চের লাইট এবং সামিয়ানা নিয়ে যাওয়া হয়েছে কারাগারের এক সূত্র জানিয়েছে।