Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

88খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ :  রাত ১২টা ১ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন।
কারা সূত্র জানিয়েছে, আজ রাত ১২টা ১মিনিটে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে।
এর আগে প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছ থেকে সচিবালয়ে নেয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টায় আদেশ নিয়ে মন্ত্রণালয়ে আনা হয়। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনের ওই আবেদন নিয়ে যান আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রীর মত নেয়ার জন্য গুলশানে তার বাসভবনে নেয়া হয়। সেখানে আইনমন্ত্রী বলেন, আমি আমরা মতামত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।