খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় শাহবাগে অবস্থান থেকে একজনকে আটক করে পুলিশে দিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সাংবাদিক পরিচয়ে ‘শুধু নারীদের’ ছবি তোলার অভিযোগে রাত ১১টার দিকে ইফতেখার ওয়াহিদ নামে ওই ব্যক্তিকে পুলিশে দেওয়া হয় বলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান।
তিনি নিজেকে চ্যানেল আইয়ের সাংবাদিক পরিচয় দেন বলে জানান তিনি।
ইমরান বলেন, “মঞ্চের অবস্থান ধর্মঘট চলাবস্থায় ওই ব্যক্তি শুধু নারীদের ছবি তুলছিল। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ কারণে পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, “সন্দেহভাজন হিসাবে একজনকে আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
একাত্তরের বদর কমান্ডার মুজাহিদ ও যুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সাকার ফাঁসির অপেক্ষায় শুক্রবার বিকাল থেকে শাহবাগে অবস্থান করছেন মঞ্চের কর্মীরা।
মধ্যরাতের পর কিছুটা বিরতি থাকলেও শনিবার বিকাল থেকে আবারও পুরোদমে শাহবাগে অবস্থান নেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সংগঠকরা। সন্ধ্যার দিকে তাদের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে।