Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের খবর পৌঁছামাত্র আনন্দ-উল্লাস প্রকাশ করে শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ফুল ছিটিয়ে ও জয়বাংলা স্লোগান দিয়ে তারা উল্লাস প্রকাশ করে।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘রবিবার রাজধানীতে বিজয় র‌্যালি বের করা হবে। র‌্যালিটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।’ এতে অংশ নেওয়ার জন্য তিনি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘এটা ঐতিহাসিক বিজয়। সব প্রতিবন্ধকতা দূর করে বিচারের রায় কার্যকর হয়েছে। এটা ১৬ কোটি মানুষের আকাক্সক্ষার প্রতিফলন। যারা দেশকে পিছন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, এ দুই যুদ্ধাপরাধী তাদের মূল কারিগর।’
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে।’
শাহবাগে শনিবার দুপুর থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন।
অন্যদিকে, পুরো এলাকায় বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে।